1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গরমে প্রাণ জুড়াতে ৩ শরবত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

গরমে প্রাণ জুড়াতে ৩ শরবত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শরবত পছন্দ করে না এমন কেউ আছে নাকি? বিশেষ করে গরমের মরশুমে শরবতই আমাদের ঠাণ্ডা রাখে৷ ভালো রাখে পেটও, সেই সঙ্গে ত্বকও আরাম পায়৷ তবে ঋতুভিত্তিক ফলের শরবতই কিন্তু সবথেকে বেশি উপকারি৷ চলুন একবার দেখে নিই তেমন ৩ শরবত যা আরাম দেবে আপনাকে৷

১) দই ও আমের শরবত
উপকরণ- কাঁচা বা পাকা আম ৪টে, টক দই ১৫০ গ্রাম, কাঁচা মরিচ ৮-১০টা,
গোল মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনেপাতা, চিনি, বিটনুন, বরফ কুচি।
পদ্ধতি- আমের আঁটি ছাড়িয়ে এর সঙ্গে দই, ধনেপাতা, বরফ কুচি আন্দাজ মত চিনি ও বিটনুন মিশিয়ে ব্লেন্ড করে নিন। ব্যস, তৈরি আপনার শরবত। পরিবেশনের সময় কয়েক কুচি আম উপরে ছড়িয়ে দিলে তো কথাই নেই!

২) তরমুজের শরবত
উপকরণ- তরমুজ ২০০ গ্রাম, আদা ৫ গ্রাম, লেবুর রস ৫ মিলিগ্রাম, লবণ- চিনি স্বাদ অনুযায়ী, জল ১০০ মিলিগ্রাম।
পদ্ধতি- তরমুজ কেটে খোসা ফেলে টুকরো করে নিন। তারপর তরমুজের বীজ বের করে নিন। লেবুর রস বের করে রাখুন এবং আদা বেটে রাখুন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে জল দিয়ে বালো করে ব্লেন্ড করুন। ৩০ মিনিট ফ্রিজে রেখে এবার পরিবেশন করুন। উপরে বরফও দিতে পারেন চাহিদা মতো৷

৩) বেলের শরবত
উপকরণ- বেল ১টা, দুধ হাফ কাপ, জল ৪ কাপ, চিনি পরিমাণ মতো, বরফ কুচি।
পদ্ধতি- আগের দিন অথবা ১২ ঘন্টা আগে অল্প জলে বেল ভিজিয়ে রাখতে হবে। এর আঠা ও বীজ ফেলে ভালভাবে চটকে ছেঁকে নিতে হবে। এরপর বেলের রসের সঙ্গে জল মিশিয়ে তাতে চিনি ও দুধ মেশান। প্রয়োজন মতো বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST