খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ফের সিলভার স্ক্রিনে আলিয়া ম্যাজিক। অবশেষে রিলিজ করল বহু প্রতিক্ষিত ‘রাজি’–র ট্রেলর। মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতুহলের শেষ ছিল না বিটাউনে। ছবির অধিকাংশটাই শ্যুট করা হয়েছে কাশ্মীরে।
হরিন্দর সিক্কার গল্প সেহমত অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। সেখানে পাকিস্তানে নিযুক্ত এত ভারতীয় চরের ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। সত্যি ঘটনা অবলম্বনেই গল্পটি লিখেছিলেন লেখক। সেটি পর্দায় ফুটিয়ে তুলতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি আলিয়া। কাশ্মীরি তরুণীর চরিত্রে যথেষ্ট মানানসই। দর্শকরা খুব একটা নিরাশ হবেন না তা ট্রেলরেই বোঝা যাচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ