খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার সকালে দোয়েল চত্বরে এসে তিনি এ ঘটনার জন্য ক্ষমা চান।
এর আগে সোমবার ভোরবেলা দোয়েল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্রদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় শহীদুল্লাহ হলের এক ছাত্র আহত হয়।
ঘটনার পরপর ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে আলাপ করেন। তিনি বলেন, পুলিশের কারও ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কথা দিচ্ছি সবার সঙ্গে বসবো। আন্দোলনকারীদের আশ্বাস দেন দায়ী ব্যক্তিকে অবশ্যই শাস্তি দেয়া হবে।
আছাদুজ্জামান মিয়া আন্দোলনকারীদের অনুরোধ করেন হলে ফিরে যেতে। তিনি ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের পেছনে সরিয়ে নিয়ে যান।
এদিকে আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীর নাম জানা যায়নি।
রোববার কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা শান্তিপূর্নভাবে আন্দোলন শুরু করেন। সারাদেশে এ আন্দোলন হয়। তবে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর২৪ঘণ্টা.কম/রখ