সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী উত্তরায় ডিবি পরিচয়ে শ্রমিকদের ৪০ লাখ টাকা ছিনতাই

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৬, ২০১৭ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: রাজধানীর উত্তরায় ডিবি পুলিশ (গোয়েন্দা) পরিচয়ে পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৪০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ছিনতাই হওয়া টাকা তৈরি পোশাক কারখানা গাজীপুরের টোকিও মোড লিমিটেড’র শ্রমিকদের বেতনের জন্য ছিল বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উত্তরা ২নং সেক্টরে ঢাকা ব্যাংক উত্তরা অফিসের কাছাকাছি এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।

জানা গেছে, গাজীপুরের টোকিও মোড লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তা শ্রমিকদের বেতনের ৪০ লাখ টাকা ঢাকা ব্যাংক থেকে উত্তোলন করেন। মাইক্রোবাসে টাকা নিয়ে যাওয়ার পথে আরেকটা মাইক্রোবাস ডিবি পুলিশ পরিচয়ে তাদের গতিরোধ করে। এর পর টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী জানিয়ে থানায় মামলা করেছেন। আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।’

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।