নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের এলাকায় ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে। শনিবার রাত পৌণে ১০টার দিক থেকে এ বৃষ্টি শুরু হয়।
শনিবার সন্ধ্যা থেকেই রাজশাহী মহানগর ও আশেপাশের এলাকায় মেঘ জমতে শুরু করে। এরপর আস্তে আস্তে ঘন কালো মেঘে ঢেকে যেতে থাকে রাজশাহীর আকাশ। রাত পৌণে ১০টার দিক থেকে বৃষ্টি শুরু হয়। এরপর থেকে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার কারণে অনেক পথচারী রাস্তায় আঁটকা পড়ে।
বৃষ্টির কারণে পথচারীদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। রাত পৌণে ১১টার দিকে বৃষ্টি থেমে যায়। বৃষ্টির কারণে আবহাওয়া শীতল হয়ে যায়। জনজীবনে স্বস্তি নেমে আসে। এদিন বৃষ্টির সাথে শিলা হয়নি। যার কারণে গুটি আমের উপকার হয়েছে।
উল্লেখ্য, গত দুইদিন আগে রাজশাহী মহানগরসহ আশেপাশের এলাকায় শিলা বৃষ্টি হয়। শিলা বৃষ্টির কারণে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর২৪ঘণ্টা/এমকে