বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় হিরোইন বিক্রেতা এক নারিসহ গাঁজা সেবনের অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার আলাইপুর গাবতলী গ্রামের সিরাজুলের স্ত্রী হিরোইন বিক্রেতা সুফিয়া (৪৫), কিশোরপুর গ্রামের ছারেতউল্লার ছেলে সাইদুর রহমান (৩৬),গাঁজা সেবনের অভিযোগে বলিহার গ্রামের মালেকের ছেলে নজরুল(৩০),উকিলের ছেলে তফি(৩৫) ও এজাহারের ছেলে রাকিব (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার (৭-৪-১৮) রাতে গোপন সংবাদ সুত্রে বিক্রি ও সেবন কালিন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় হিরোইন বিক্রেতাদের কাছ থেকে ৪পুরি হিরোইন উদ্ধার করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ