খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স কেন ঝুঁকল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের দিকে? আসল খবরটা জানালেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুস্তাফিজের মুম্বই যাওয়ার পিছনে রয়েছেন মাহেলা জয়বর্ধনে। বিপিএল-এ জয়বর্ধনে খুলনা টাইটানসের কোচ। সেই দলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাশার। তাঁর কাছেই মুস্তাফিজকে নিয়ে ভীষণ আগ্রহ প্রকাশ করেন মাহেলা।
শ্রীলঙ্কার অন্যতম বিখ্যাত ব্যাটসম্যান জয়বর্ধনের কাছে একটা সময়ে মুস্তাফিজের বলের গতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশের বাঁ হাতি পেসার একসময়ে ঘণ্টায় ১৪০ কিমি বেগে বল করার ক্ষমতা ধরতেন। কিন্তু চোট থেকে ফেরার পরে সেই গতি কমে যায়।
ধীরে ধীরে ফিজ সেই গতি আবার ফিরে পেয়েছেন। বাঁ হাতি পেসার যখন দুরন্ত গতিতে বল করেন তখন তাঁর কাটার আরও ধারালো হয়। কাটারের সঙ্গে তাঁর স্লোয়ারও দারুণ কার্যকরী। অর্থাৎ যা দাঁড়াল তা হল, বলের বৈচিত্র্যের জন্যই রোহিতের মুম্বই দল নিয়েছে মুস্তাফিজকে।
এখন দেখার, বাংলাদেশি তারকা কতটা চমক দেখাতে পারেন আইপিএলে।
খবর২৪ঘণ্টা.কম/রখ