নাটোর প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দীন সরকারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন তার কবরে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক, আবুল কালাম জোয়ার্দার, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান জিন্নাহ প্রমুখ। পরে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম রফিক উদ্দীন সরকারের নামে একটি রাস্তার নামকরণের ঘোষণা দেন।
উল্লেখ্য, ১৯৮১ সালে আততায়ীর গুলি ও কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রফিক উদ্দীন সরকারের।
খবর২৪ঘণ্টা.কম/নজ