1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ : সেরা ছবি অজ্ঞাতনামা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ : সেরা ছবি অজ্ঞাতনামা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৬’তে বাজিমাত করেছে ‘আয়নাবাজি’। সর্বোচ্চ ৭টি পুরস্কার জিতে নিয়েছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই ছবি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৪টি পুরস্কার পেয়েছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’। বৃহস্পতিবার (৫ এপ্রিল) তথ্যমন্ত্রণালয় একটি গেজেটের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করে।

তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুসারে সেরা চলচ্চিত্র হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’। সেরা অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী (আয়নাবাজি) এবং সেরা অভিনেত্রী হয়েছেন যৌথভাবে তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল)।

চলুন এক নজরে জেনে নেয়া যাক জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৬ বিজয়ীদের তালিকা:

আজীবন সম্মাননা: যৌথভাবে ববিতা ও ফারুক

শ্রেষ্ঠ চলচ্চিত্র: অজ্ঞাতনামা

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ঘ্রাণ

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: জন্মসাথী

শ্রেষ্ঠ পরিচালক: অমিতাভ রেজা চৌধুরী (আয়নাবাজি)

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র: চঞ্চল চৌধুরী (আয়নাবাজি)

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র: যৌথভাবে তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল)

শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা: যৌথভাবে আলীরাজ (পুড়ে যায় মন) ও ফজলুর রহমান বাবু (মেয়েটি এখন কোথায় যাবে)

শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী: তানিয়া আহমেদ (কৃষ্ণপক্ষ)

শ্রেষ্ঠ খল অভিনেতা: শহীদুজ্জামান সেলিম (অজ্ঞাতনামা)

শ্রেষ্ঠ শিশুশিল্পী: আনুম রহমান খান সাঁঝবাতি (শঙ্খচিল)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: হাবিব (নিয়তি)

শ্রেষ্ঠ গায়ক: ওয়াকিল আহমেদ (অমৃত মেঘের বারি, ছবি-দর্পণ বিসর্জন)

শ্রেষ্ঠ গায়িকা: মেহের আফরোজ শাওন (যদি মন কাঁদে, ছবি- কৃষ্ণপক্ষ)

শ্রেষ্ঠ গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার (বিধিরে ও বিধি, ছবি- মেয়েটি এখন কোথায় যাবে)

শ্রেষ্ঠ সুরকার: ইমন সাহা (বিধিরে ও বিধি, ছবি-মেয়েটি এখন কোথায় যাবে)

শ্রেষ্ঠ কাহিনিকার: তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: অনম বিশ্বাস ও গাউসুল আলম (আয়নাবাজি)

শ্রেষ্ঠ সম্পাদক: ইকবাল আহসানুল কবির (আয়নাবাজি)

শ্রেষ্ঠ শিল্পনির্দেশক: উত্তম গুহ (শঙ্খচিল)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: রাশেদ জামান (আয়নাবাজি)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (আয়নাবাজি)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: যৌথভাবে সাত্তার (নিয়তি) ও ফারজানা সান (আয়নাবাজি)

শ্রেষ্ঠ মেকাপম্যান: মানিক (আন্ডার কনস্ট্রাকশন)

খুব শিগগিরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST