সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সকলের দোয়া কামনা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে যমুনা টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তি উৎযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে দিবসটি পালন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপিত আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, জেলা পাবলিক পসিকিউটর আলহাজ গাজী আব্দুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজল এ খোদা লিটন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান খান, সিনিয়র সাংবাদিক হেলাল আহম্মেদ, যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।
আলোচনা সভা শেষে যমুনা টেলিভিশনের বর্ষপূর্তির কেক কেটে দিবসের সুচনা করেন অতিথিরা। অতিথিদের পদচারনা আর শুভানুধ্যায়িদের শুভেচ্ছা বিনিময় চলে দিন ভার।
খবর২৪ঘণ্টা.কম/নজ