বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানছি রুমা আলীকদম ও লামা উপজেলায় অবৈধ ভাবে পাথর উওোলনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল বান্দরবান পার্বত্য জেলা শাখার আয়োজনে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি কমিটির সভাপতি অংচমং মারমা সভাপত্বিতে মানব বন্ধনে এই সময় অনান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিনারুল হক, ক্রাত পুং ম্রো সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ।
মানব বন্ধনে বক্তরা বলেন কিছু অসাধু লোভী পাথর ব্যাবসায়ীদের অবাধে পাথর উওোলনের কারনে পাহাড়ি ঝিরি ঝরনা ছড়া খাল বিল শুকিয়ে যাচ্ছে । পানির সংকটে পাহাড়ি এলাকাগুলো বসবাসের অনপযোগী হয়ে পড়ছে, আর তার কারনে অচিরেই বিপর্যই ঘটবে পরিবেশের ,ধংস হবে পানির উৎস । তাই পরিবেশকে রক্ষা করে প্রাকৃতিক পানির উৎসকে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহব্বান জানানো হয় ।
খবর২৪ঘণ্টা.কম/রখ