খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। যুবকের নাম জনি শেখ (২২)। সে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের মঞ্জু শেখের ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদির বিল থেকে জনির লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সকালে পশ্চিম শিয়ালদির বিলে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিরাজদীখান থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জনি একজন মাদক সেবনকারী ও ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিরাজদীখান থানায় মাদক আইনের মামলাও আছে। মাদক নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ