বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৩৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকের সহকারী। নিহত পিরোজপুরের ভাণ্ডারিয়া গাজিপুর গ্রামের আব্দুল বারী হাওলাদারের ছেলে।
বুধবার (০৪ এপ্রিল) সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকাল ১০ টার দিকে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল নন্দী জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই (ঢাকা মেট্রো ট-২০-৬৮১২) ধুনটমোড় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-১১-০৪৬২) পেছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক জসিম উদ্দিন নিহত হন। আহত হন তার সহকারী।
তবে, আহত চালকের সহকারীর নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা হবে বলেও জানান এসআই কাজল নন্দী।
খবর২৪ঘণ্টা.কম/রখ