খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী এক দম্পতি নিহত হয়েছে। এই ঘটনায় ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুন আরিফসহ গুরুতর আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় এলাকায় প্রাইভেট কারটি এসে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারের পাঁচ আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতরা হচ্ছেন নগরীর কালিবাড়ী এলাকার নব দম্পতি অভিজিৎ সিংহ রায় পল্টু (৩০) ও তার স্ত্রী মনি সিংহ রায় (২৪)।
দুর্ঘটনায় ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ ছাড়াও আহত হয়েছেন মফিজ হোসেন ও সঞ্জীব সিংহ রায় নামের আরও দুই ব্যক্তি। আহতদের মধ্যে দুইজনের অবস্থাই সংকটাপন্ন। আরিফ ও মফিজকে উন্নত চিকিৎসারর জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাতে শহরের বাইপাস মোড় এলাকার আজাদ সিএনজি স্টেশনের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে শহরমুখী ওই প্রাইভেটকার ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের ওই পাঁচ আরোহী হতাহত হন।
খবর২৪ঘণ্টা.কম/রখ