খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে ৮২ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। ক্রিকেটের এই ফরম্যাটে টানা সাতটি সিরিজ জিতলো পাকিস্তান।
এর আগের ম্যাচেই নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান ছুঁয়েছিল পাকিস্তান। এবার নিজেদের মাটিতেই সিরিজ জিতে শক্তি জানান দিল সরফরাজের পাকিস্তান।
প্রথমে বাবর আজম ও হুসাইন তালাতের অনবদ্য ব্যাটিংয়ে ৩ উইকেটে ২০৫ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাবে ১৩২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৮২ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ২-০তে লিড নিয়েছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে রায়াদ এমরিতের শিকার হয়ে ফেরেন হার্ডহিটার ফখর জামান। তবে দ্বিতীয় উইকেটে বাবর ও তালাতের বিধ্বংসী ব্যাটিংয়ে মজবুত ভিত পায় স্বাগতিকরা। অভিষিক্ত ওডিন স্মিথের শিকার হয়ে ফেরার আগে এ ওপেনারের সঙ্গে ১১৯ রানের বিস্ফোরক জুটি গড়েন তালাত (৬৩)।
এরপর বাবর একাই টানলেন পাকিস্তানকে। তার মারকাটারি ব্যাটে ৩ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। টি-টোয়েন্টি ইতিহাসে এটি তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগেরটি ২০৩, যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে।
২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে আন্দ্রে ফ্লেচারকে হারিয়ে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। সেই বৃত্ত থেকে আর বের হতে পারেননি ক্যারিবিয়রা। নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। ৪ বল বাকি থাকতেই গুটিয়ে যান তারা। সর্বোচ্চ ৪০ রান আসে চ্যাডউইক ওয়ালটনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন দিনেশ রামদিন। শেষ ৩২ রান তুলতে ৭ উইকেট খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
খবর২৪ঘণ্টা.কম/রখ