খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকায় সাইফুল আলম রাকিব (২৩) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (২ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে আলিয়া স্টোর বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
সাইফুল আলম রাকিবের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া একটার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত শাহ আলম সওদাগরের ছেলে সাইফুল আলম রাকিবকে জরুরি বিভাগে আনা হয়। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ভাইয়ের খুনিদের গ্রেফতার ও বিচারের জন্য বাকলিয়া থানায় মামলা করবেন বলে জানান শহিদুল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।