খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বহুদিন ধরে সিঙ্গল একাকিত্বে ভুগছেন সেজন্যই কি এবারে সেটেল হতে চান? রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের ঘনিষ্ঠতাই কি ক্যাটরিনার এই পদক্ষেপের কারণ? অসংখ্য প্রশ্নে জর্জরিত হয় পড়লেন তো? একটু খোলসা করা যাক৷ সম্প্রতি একটি ম্যাগাজিন ‘ব্রাইডস টুডে’র কভার ফটোশ্যুট করলেন ক্যাটরিনা এবং ইজাবেল৷ বিয়ের কনের পোশাকে পোজ দিলেন বোনের পাশে দাঁড়িয়ে৷
ম্যাগাজিনের এপ্রিলের ইস্যু নিয়ে ফটোশ্যুটটি করলেন দুই বোন৷ ক্যাটরিনা তো চিরকালই সুন্দর৷ তবে ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলানির ব্রাইডাল পোশাকে তাঁর রূপ যেন ঠিকরে বেরোচ্ছিল! চুমকি বসানো গোল্ডেন স্কার্ট, ব্লাউজ সঙ্গে ফ্লোরাল টাচ৷ একটি মাত্র হার ছাড়া শরীরে আর কোনও গয়না নেই৷ মেকআপও বেশ অল্প, ছিমছাম৷ তবে এটুকুতেই বাজিমাত বলি ডিভার৷ ইন্ডিয়ান অ্যাটায়ারে ক্যাটের এই সৌন্দর্য্যের ঝাঁজের কাছে হার মানবে অসংখ্য নায়িকাও৷
বোন ইজাবেলও কিন্তু কম যান না৷ ফুল স্লিভ গাউনে বেশ ফ্রেশ লাগছিল তাঁকে৷ তবে ফটোশ্যুট ছাড়াও ইজাবেল এখন বেশ ব্যস্ত তাঁর ডেবিউ ফিল্ম ‘টাইম টু ডান্স’ নিয়ে৷ বিপরীতে থাকছেন সুরজ পাঞ্চোলি৷ নাচকে কেন্দ্র করেই ছবির গল্প৷ বিভিন্ন ধরনের নাচকে ঘিরেই সিনেমাতে৷ ফলে ছবির কলাকুশলীর থেকেও নায়ক নায়িকার খাটনি বেড়ে এখন তিনগুণ৷ জোরকদমে চলছে প্রস্তুতি৷ সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি৷ অন্যদিকে ‘জিরো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা৷ এই ছবিতেই বামনের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান৷ আর এক বিজ্ঞানীর ভূমিকায় অনুষ্কা শর্মা৷
খবর২৪ঘণ্টা.কম/রখ