খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ময়মনসিংহকে দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত ময়মনসিংহকে সিটি করপোরেশন করার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংষ্কার) এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
প্রসঙ্গত, ময়মনসিংহ সদর উপজেলার দুটি ইউনিয়নের সম্পূর্ণ এবং ছয়টি ইউনিয়নের আংশিক এবং পৌরসভার পুরো এলাকাকে সিটি করপোরেশনের আওতাভুক্ত করা হয়েছে। নবগঠিত সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এলাকা ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার।
খবর২৪ঘণ্টা.কম/রখ