1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে ৬’শত গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ৬’শত গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১ এপ্রিল, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে অটোরিক্সায় তল্লাশী করে ছয়শত গ্রাম হেরোইসহ ইয়ার আহমেদ রাজু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

গত রোববার সন্ধ্যায় অটোরিক্সা তল্লাশী করে শপিং ব্যাগে থাকা এ হেরোইন আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৫ সিপিএসসি ব্যাটায়িন সদরের এসআই হারুন অর রশীদ বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, র‌্যাব-৫ সিপিএসসি ব্যাটায়িন সদরের একটি দল ডিএডি শাহাবুল ও এসআই হারুন অর রশীদের নেতৃত্বে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী করছিলেন। এ সময় ওই রাস্তা দিয়ে আসা একটি অটোরিক্সাকে সন্দেহজনক বলে মনে হলে তল্লাশী করে শপিং ব্যাগের মধ্যে থাকা পলি ব্যাগের মধ্যে থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে র‌্যাব-৫ এর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST