1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সন্ত্রাসী-জঙ্গিরা আহতাবস্থায় আসলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন : ভূমিমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

সন্ত্রাসী-জঙ্গিরা আহতাবস্থায় আসলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন : ভূমিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মারচ, ২০১৮
khobor24ghonta.com

পাবনা প্রতিনিধিঃ  কোনো সন্ত্রাসী বা জঙ্গি আহত অবস্থায় পল্লী চিকিৎসকদের কাছে আসলে তাৎক্ষণিকভাবে তা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহামন শরীফ এম.পি.।

শনিবার দুপুরে পাবনা আর এম একাডেমী মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, একাত্তরের জনযুদ্ধে পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আহত মুক্তিযোদ্ধা ও সাধারণ বাঙালি মানুষকে তাৎক্ষণিক সেবাদান করেছিলেন এই পল্লী চিকিৎসকগণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লী চিকিৎসকের প্রতি আন্তরিক ছিলেন।

মন্ত্রী বলেন, সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণকারী পল্লী চিকিৎসকগণ রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন। পল্লী চিকিৎসক হতে গেলে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। জটিল রোগিদের প্রাথমিক চিকিৎসা প্রদানের সাথে সাথে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে প্রেরণের ব্যবস্থা করবেন। দেশের তৃণমূল মানুষের সাথে পল্লী চিকিৎসকের সুসম্পর্ক রয়েছে।

বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতি পাবনা জেলা শাখার সভাপতি আবদুস সাত্তার এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্রেডিট কমিশনের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সভাপতি সবুজ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুস সালাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST