1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিদেশে পাঠানোর মতো অসুস্থ হয়নি খালেদা: স্বরাষ্ট্রমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০:৪ পূর্বাহ্ন

বিদেশে পাঠানোর মতো অসুস্থ হয়নি খালেদা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোর্টের নির্দেশে খালেদা জিয়া জেলে আছেন। জেল কোর্ড অনুযায়ী তার যে সকল সুযোগ সুবিধা পাওয়া দরকার তাকে সব দেয়া হচ্ছে। খালেদা জিয়া বিদেশে পাঠানোর মতো অসুস্থ হয়নি।

শনিবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, খালেদা জিয়া জানিয়েছিলেন তিনি অসুস্থ বোধ করছেন। তার অনুরোধে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছেন। ডাক্তার জানিয়েছেন তিনি আগের রোগে ভুগছেন নতুন কোন রোগের তার মধ্যে পাওয়া যায়নি।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে যড়যন্ত্রের অভাব নেই। আমরা কখনও বলিনি আমরা জঙ্গি একেবারে নিমুর্ল করেছি। যড়যন্ত্র এখনও চলছে। অনেকে জঙ্গিবাদের উত্থানের চেষ্টা চালাচ্ছেন কিন্তু এদেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পছন্দ করে না। তাদের আশ্রায় প্রশ্রায় দেয় না সেজন্য আর কখনও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স দেখাচ্ছে। দ্রুত মাদক আইন সংশোধন করা হবে এবং গণমাধ্যমে মাদক ব্যবাসায়ী এবং গডফাদারদের ছবি প্রকাশ করে তাদের সামাজিকভাবে বয়কটের ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, ১৯৭৮ সাল থেকে রোহিঙ্গাদের নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এই সমস্যার স্থায়ী সমাধানে কফি আনান কমিশন ও আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে ৫ দফার কথা বলেছেন। সেই মোতাবেক সমস্যার সমাধান না করলে স্থায়ী সমাধান হবে না। রোহিঙ্গা ইস্যুতে কুটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং তাদের স্বারাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা হয়েছে। আশা করি শিগগিরই সমস্যাটির সমাধান হবে।

উল্লেখ্য ৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে দেবহাটা থানার নতুন ভবন ও প্রচীর নির্মাণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি, সদর আসনের এমপি মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি দিদারুল আলম, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রমুখ।

পরে মন্ত্রী বিবিএমপি বিদ্যালয় মাঠে জেলা পুলিশ প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেন। বিকালে দেবহাটার দেবী শহরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST