নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় হঠাৎ করে ঝড়ের সাথে সামান্য বৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ের কোন কোন গাছের ডালপালা ভেঙ্গে গেছে ও কিছু আমের মুকুল ঝরে গেছে।
শুক্রবার দুপুর ১টার দিক থেকে রাজশাহীর আকাশে হঠাৎ কালো মেঘ দেখা দেয়। এরপর কিছুক্ষণ বাতাসের পরে মেঘ কেটে যায়। দুপুর ৩টার দিকে রাজশাহীর আকাশ আবারো ঘন কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় ঝড় ও বৃষ্টি। প্রায় আধা ঘণ্টা ঝড়-বৃষ্টি হয়। ঝড়ে আমের মুকুল ঝরে গেছে ও গাছের ডালপালা ভেঙ্গে গেছে। ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে ঝড় হয়। ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোথাও কোন বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঝড় হয়েছে। ঘন্টায় এর গতিবেগ ছিল ১৬ কিলোমিটার।
খবর২৪ঘণ্টা/এমকে