1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
হিজড়া ও বেদেদের জীবনমান উন্নয়নে বগুড়ায় ৫০ দিনের প্রশিক্ষণ শুরু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

হিজড়া ও বেদেদের জীবনমান উন্নয়নে বগুড়ায় ৫০ দিনের প্রশিক্ষণ শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হিজড়া ও বেদেসহ অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বগুড়ায় শুরু হয়েছে ৫০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বগুড়া শহরের বারপুরে বগুড়ার সামাজিক প্রতিবন্ধি মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এ কর্মসূচি শুরু হয়েছে। এতে ১শ জন প্রশিক্ষণ গ্রহণ করছে।

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন।

সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন জানান, হিজড়া ও বেদেসহ অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপি প্রশিক্ষণে ১শ জন অংশ নিচ্ছে। এদেরকে প্রথম ১০ দিন দক্ষতাকে সতেজ করা (রিফ্রেশার) বিষয়ে এবং বাকি ৪০ দিন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হবে। কম্বল তৈরী ও শপিং ব্যাগ তৈরীতে তাদেরকে প্রশিক্ষিত করা হবে। বগুড়াসহ উত্তরাঞ্চলের বাজারে এই দুটি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সেই বিষয়টি সামনে রেখেই এই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, বর্তমান সরকার দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠিসহ সকল শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। দারিদ্রতা নির্মূল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পাবে যা বাস্তব জীবনে কাজে লাগবে।

খবর২৪ঘণ্টা.কম/নজ  

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team