পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদীতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শফিকুল ইসলাম, বয়স ২৮ বছর। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চৌধুরীপাড়া রাস্তার পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বলেন, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে খবর দেয়। পরে ইউপি চেয়ারম্যানের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ পাবনা পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
শফিকুল উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের আসাদুল প্রামাণিকের ছেলে।
খবর২৪ঘণ্টা.কম/রখ