নাটোর প্রতিনিধিঃ নদী খাল খনন কর,”বাংলাদেশ রক্ষা কর কার্যকর জলবাযু অভিযোজনে চাই পানি খাতে শুদবধাচার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি র্বণাঢ্য র্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, মেয়র উমা চৌধুরী জলি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকারসহ অনান্যরা ।
খবর২৪ঘণ্টা.কম/নজ