1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
৫০ টাকা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

৫০ টাকা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বলিউড মানেই স্বপ্নকে সত্যি করার একটা হাতছানি৷ বলিউডে অভিনয় করার জন্য দূর দূরান্ত থেকে হাজারও মানুষ এখনও পাড়ি দেয় এই বাণিজ্য নগরীতে৷ তবে সকলেই স্বপ্নকে বাস্তব করতে পারে না৷ আজ যে সেলিব্রিটিদের দেখার জন্য লোকেরা টাকা খরচ করে সিনেমা দেখতে যায়, যাঁদেরকে নিজেদের জীবনের ইন্সপিরেশন ভাবেন, জানেন কি তাদের জীবনে প্রথম বেতন কত ছিল?

১. অমিতাভ বচ্চন
তালিকায় সবার ওপরে নাম যে বিগ বি-র থাকবে তা তো স্বাভাবিকই৷ অমিতাভ বচ্চন এখন একটি সিনেমায় অভিনয় করার জন্য চার্জ নেন ৪ থেকে ৫ কোটি টাকা৷ কিন্তু আপনি কি জানেন, শাহেনশার জীবনের প্রথম স্যালারি ছিল মাত্র ৫০০ টাকা! একটি সাক্ষাৎকারে তিনি জানান, তার জীবনে প্রথম চাকরি ছিল একটি শিপিং ফার্মে৷ সেখানে প্রতি মাসে তিনি ৫০০ টাকাই বেতন পেতেন৷

২. শাহরুখ খান
বিশ্বের সবথেকে ধনীতম ব্যক্তিত্বদের তালিকায় বলিউডের কিং খানের নাম প্রায়ই দেখা যায়৷ কিন্তু আপনি হয়তো জানেন না কেরিয়ারের শুরুর দিকে তার প্রথম উপার্জিত অর্থ ছিল মাত্র ৫০ টাকা৷ শুনলে তাজ্জব বনে গেলেও এটাই সত্যি৷ কিন্তু এখন এই তারকা একটি ছবির জন্য চার্জ করেন ৪০ থেকে ৪৫ কোটি টাকা৷

৩. হৃতিক রোশন
অনেকেই ভাবেন যে স্টারকিড মানেই সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন তাঁরা৷ তবে স্টারের ঘরে জন্মেছে বলেই যে তাকে কষ্ট করতে হবে না এ সংজ্ঞা অনেকদিন আগেই বদলে দিয়েছে রাকেশ পুত্র হৃতিক রোশন ৷এই অভিনেতার প্রথম উপার্জিত অর্থ হল ১০০ টাকা৷ শিশু অভিনেতা হিসাবে তিনি প্রথম কাজ পেয়েছিলেন ‘আশা’ সিনেমায়৷

৪. অক্ষয় কুমার
বলিউডের খিলাড়ি কুমার যে প্রচুর ঘাত প্রতিঘাত পেরিয়ে নিজে জনপ্রিয়তা পেয়েছেন তা তো কারোর অজানা নয়৷ এই অভিনেতার জীবনে প্রথম চাকরি হল ব্যংককের একটি রেস্তরোয় শেফ পদে এবং তার প্রথম বেতন হল ১৫০০ টাকা৷

৫. সোনাম কাপুর
অভিনেত্রী সোনাম কাপুর ফিল্মি কেরিয়ার শুরু হওয়ার আগে তিনি সঞ্জয়লীলা বনসালীর প্রোডাকশনে সহ পরিচালক হিসাবে বহুদিন কাজ করেছেন৷ এবং তার জীবনে প্রথম স্যালারি হল ৩০০০ টাকা৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST