নিজস্ব প্রতিবেদক :
২৬ মার্চ রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও রাজশাহীর ৮টি উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগেও বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।
খবর২৪ঘণ্টা/এমকে