বাগাতিপাড়া প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন করেছে সাংস্কৃতিক সংগঠন বকুল স্মৃতি থিয়েটার। রোববার সন্ধ্যায় উপজেলা চত্ত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরণে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল হোসেন ইতি, বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মোহম্মদ মাহবুব হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপদেষ্টা বীরমুক্তি যোদ্ধা শ্যামল কুমার রায়, মশিউর রহমান মানিক প্রমুখ। দিবসটি উদযাপন উপলক্ষে একই দিন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতি নাট্য প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন।
খবর২৪ঘণ্টা.কম/রখ