সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন কর্ম সূচির মধ্য দিয়ে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলহ্মে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার,বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন,
এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রেজা,সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিক, উপজেলা প্রকৌশলী মাইনুদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন প্রামানিক, উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা সহ আরও অনেকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ