সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশের একটি বাড়ীর দেয়াল ধসে নুরনবী (৬৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার মোক্তারপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চুনিয়াহাটি গ্রামের বাসিন্দা। আহত মকবুল হোসেন (৬০) একই গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, পৌরসভার বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল মোক্তারপাড়ায়। স্থানীয় মাইনুল রেজার বাসাবাড়ীর দেয়াল ঘেষে নির্মাণাধীন ওই ড্রেনের ভেতরে নেমে খনন করছিলেন নুরনবী ও মকবুল। এ সময় ওই বাসাবাড়ির দেয়াল ধসে পড়লে তার নিচে চাপা পড়ে ওই দু শ্রমিক। স্থানীয়রা চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নুরনবী মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া ওয়ালের নিচে আরও কোন শ্রমিক চাপা পড়েছে কিনা অনুসন্ধান করছি।
স্থানীয়দের অভিযোগ দেয়াল ঘেঁষে ড্রেন খননের সময় কোন সাপোর্টিং না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ ব্যাপারে ঠিকাদারের গাফিলতিকেই দায়ী করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ