1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুলের দাফন সম্পন্ন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুলের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মারচ, ২০১৮
মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের জানাজায় রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। ইনসেটে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক :
নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা রাজশাহীর মহানগরীর উপশহর এলাকার জানাজা শেষে গোরহাঙ্গা গোরস্থানে কবরস্থানে স্ত্রী আখতারা বেগমের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজার আগে তাকে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।
জানাজার নামাজে রাজনৈতিক ব্যক্তিবর্গ আত্মীয়-স্বজন, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমূখ।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবনে বিদ্ধস্ত হওয়া ইউএস-বাংলার ওই বিমানে রাজশাহীর তিন দম্পতিসহ মোট সাতজন ছিলেন। অন্য তিনজন হলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমরানা কবির হাসি, তার স্বামী রকিবুল হাসান ও মহানগরীর নওদাপাড়া এলাকার গোলাম কিবরিয়ার নিউইয়র্ক প্রবাসী মেয়ে বিলকিস আরা মিতু। রাজশাহীর এই সাতজনের মধ্যে বেঁচে আছেন কেবল হাসি। সিঙ্গাপুরে চিকিৎসা চলছে তার। তবে হাসির বাম হাতের চারটি আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। আর নিহত হাসান ইমাম, তার স্ত্রী বেগম নুরুন্নাহার ওরফে বিলকিস বানু ও মিতুকে দাফন করা হয়েছে ঢাকায়। রকিবুলের মরদেহ দাফন করা হয়েছে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামে।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST