খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের করণীয় নির্ধারণে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।
আগামী শনিবার সন্ধ্যায় গুলশাননে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকে বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ