খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। চলতি বছরের জুনেই রাশিয়ার মাটিতে হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। তবে এই বিশ্বকাপে আতঙ্ক হয়ে আছে জঙ্গি সংগঠন আইএস।
রাশিয়া বিশ্বকাপ নিয়ে গতবছর কয়েকবার হুমকি দিয়েছে আইএস (ইসলামিক স্টেট)। যাতে ব্যবহার করা হয়েছিলো মেসি, রোনালদো এবং নেইমারদের ছবি। চলতি বছর আবারো মেসির ছবি দিয়ে হুমকি দিলো আইএস।
আইএসের প্রকাশিত মেসির এই ছবিটি পাওয়া যায় সাইট ইন্টেলিজেন্স নামক একটি সাইটে। যারা বরাবরই জঙ্গীসংশ্লিষ্ট খবর প্রকাশ করে থাকে। ওয়েবসাইটে দেয়া মেসির ছবিটিতে দেখা যাচ্ছে, মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ঘাসের উপর হাঁটুগেড়ে বসে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পেছন থেকে তার দুই হাত বাধা। মেসির পাশে মুখ বেধে দাড়িয়ে আছেন একজন জঙ্গি। জঙ্গিটি মেসির চুল ধরে রেখেছেন এবং তার পাশে একটি বোমা।
মেসিকে হুমকি দেয়া ছবিটির পাশে ইংলিশ এবং আরবিতে একটি বাক্য লেখা আছে। যার অর্থ,‘ তাদের ঘাড়ে আঘাত করো এবং তাদের সব আঙুলের মাথায় আঘাত করো।’
খবর২৪ঘণ্টা.কম/রখ