1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দশ বছর পর বড় পর্দায় ফিরছেন বলি ডিভা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০২:১ অপরাহ্ন

দশ বছর পর বড় পর্দায় ফিরছেন বলি ডিভা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২২ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: একসময় তাঁকে বলিউডের ডান্স কুইন বলা হত৷ প্রতিটি ছবিটিতেই তিনি দেখিয়েছেন তাঁর নাচের অসামান্য দক্ষতা৷ ‘ছাম্মা ছাম্মা’, ‘রঙ্গিলা রে’, ‘হায় রামা’, ‘মেহবুবা ও মেহবুবা’, ‘জানম সামঝা করো’, ‘কমবখত ইশক’- ইত্যাদি গানের তালে নাচ করে ঝড় তুলেছিলেন রঙ্গিলা গার্ল উর্মিলা মাতন্ডকর৷ সেই নাচ দিয়েই দশ বছর পর বলিউডে কামব্যাক করতে চলেছেন তিনি৷

ইরফান খানের পরবর্তী ছবি ‘ব্ল্যাকমেলে’ একটি আইটেম সঙ ‘বেওয়াফা বিউটি’তে নাচের জাদু দেখাবেন উর্মিলা৷ এই খবর শোনার পর তাঁর ভক্তরা যারপরনাই খুশি৷ দীর্ঘ প্রতিক্ষার পর ফের কামব্যাক করতে চলেছেন তাদের স্বপ্নের নায়িকা৷ ২৩ মার্চ মানে আগামিকাল সেই গানের ঝলক দেখতে পাওয়া যাবে৷

শিশু শিল্পী হিসাবে বলিউডে পা রাখেন উর্মিলা৷ এরপর ৯০র দশকে একের পর এক হিট সিনেমায় বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন৷ উর্মিলা নামটা শুনলেই ‘রঙ্গিলা’ সিনেমায় মুম্বইয়ে ট্রাফিক সিগন্যালে ‘ইয়াই রে ইয়াই রে’ গানটার কথাই আগে মাথায় আসে৷

মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, করিশ্মা কাপুর, কাজল, রানি মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের মাঝেও নাচ ও অভিনয় দক্ষতা দিয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন উর্মিলা৷ তিন খানের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন তিনি৷ শেষ বার তাঁকে বড় পর্দায় দেখা যায় শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবিতে৷ ছবির টাইটেল ট্র্যাকে মাত্র কয়েক সেকেন্ডের নাচের দৃশ্যেই মন জয় করে নেন দর্শকদের৷

বলিউড থেকে ব্রেক নেওয়ার পর ২০১৬ সালে ৩ মার্চ কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মোহসিন আখতার মীরকে বিয়ে করেন তিনি৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST