খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকেল পাঁচটায় সংসদ অধিবেশন আহবান করেছেন। বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২০তম অধিবেশন দীর্ঘ হওয়ার সম্ভাবনা কম। সাধারণত বছরের প্রথম ও বাজেট অধিবেশন ছাড়াই বাকি অধিবেশনগুলো সংক্ষিপ্ত হয়। অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আওয়ামী লীগ নের্তৃত্বাধীন মহাজোট সরকারের শেষ বছরের দ্বিতীয় এই অধিবেশনের মেয়াদকাল নির্ধারন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের ১৯তম অধিবেশন। ওই অধিবেশন চলে দীর্ঘ ৩৫ কার্যদিবস।
খবর২৪ঘণ্টা.কম/রখ