নিজস্ব প্রতিবেদক :
নিখোঁজের তিন দিন পর রাজশাহীর পদ্মা নদী থেকে আসিফ আল মাহমুদ ওরফে মৃন্ময় নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। এর আগে বেলা ১১টার দিকে পদ্মা নদীর ওপারে চরখিদিরপুরে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। মৃন্ময় রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। নগরীর একটি মেসে থেকে পড়াশোনা করতো সে।
নিহত কলেজ ছাত্রের স্বজনদের আহাজারি। ছবি: খবর 24 ঘন্টা।
জানা গেছে, গত রোববার দুপুরে মৃন্ময়সহ তার আরো ৫ বন্ধু নগরীর শ্রীরামপুর সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় চড়ে ঘুরতে গিয়েছিল। এরপর নৌকায় সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। তার বন্ধু ও নৌকার মাঝি তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। কিন্ত সন্ধান পায়নি। এদিকে, বুধবার বেলা ১১টার দিকে চরখিদিরপুরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত কলেজ ছাত্র মৃন্ময়ের 5 বন্ধু।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, স্থানীয়রা লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
খবর ২৪ঘণ্টা/এমকে