খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর শাহবাগে অবস্থিত ‘শহীদ জিয়া শিশুপার্ক’ এর নাম পরিবর্তন করে নতুন নাম ‘শিশু পার্ক’ রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরাতন নামফলক সরিয়ে ফেলা হবে। জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
বুধবার সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, শিশু পার্কের নাম আমরা পরিবর্তন করেছি। অনেকে হয়তো এটা জানেন না। ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা নতুনভাবে (শিশু পার্ক) যখন করব সেটির (নতুন নামের) প্রতিফলন হবে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাচাই স্থগিত আছে। নতুন করে মুক্তিযোদ্ধাদের দিয়ে কমিটি গঠন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করবে সরকার। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের কোনো চিন্তা ভাবনা নেই।
খবর২৪ঘণ্টা.কম/রখ