1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আজ বলিউড অভিনেত্রী রানির ৪০তম জন্মদিন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

আজ বলিউড অভিনেত্রী রানির ৪০তম জন্মদিন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বাইশ বছরের লম্বা কেরিয়ারগ্রাফে এমন কোন অভিনেতা নেই যার সঙ্গে কাজ করেননি ৷ বলা ভালো এই বাইশটা বছর তাঁর সঙ্গে কাজ করে অনেক অভিনেতাই আজ খ্যাতির শীর্ষে পৌছে গিয়েছেন৷ বলিউডে বেতাজ বাদশা যেমন আছনে তেমনই আছেন এক রানি৷ চল্লিশে পা রাখলেন তিনি৷ শুভ জন্মদিন ৷

বলিউডের অন্যতম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হলেন রানি৷ ১৯৭৮ সালের ২১ মার্চ মুম্বইতে জন্মগ্রহণ করেন তিনি৷ বাবা রাম মুখোপাধ্যায় এবং মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের কড়া শৃঙ্খলায় বড় হয়ে ওঠা রানির৷হোম সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তিনি পা রাখেন ফিল্মি দুনিয়ায়

তিনি রানি মুখোপাধ্যায়৷ ২২ বছরের এই ফিল্মি জার্নিতে তিনি করেছেন কমপক্ষে ৪৮টি সিনেমা৷ যা এখনকার দিনের আর পাঁচটা অভিনেত্রীদের কাছে প্রায় স্বপ্ন৷ কারন তারা নিজের কেরিয়ার নিয়ে এতটাই সচেতন যে বছরে ১টার বেশী সিনেমা করতে গিয়ে হোঁচট খান৷

কিন্তু আজ থেকে ২২ টা বছর আগে কিন্তু বলিপাড়া এমন চল ছিল না৷ সেই সময় এক একজন অভিনেতা অভিনেত্রী একসঙ্গে একাধিক কাজ করত নাওয়া খাওয়া ভুলে৷ কারন সেই সময় এত অভিনেতা অভিনেত্রীরা ছিল না৷ ফলে চাপটা একটু বেশী পড়ত৷ একটা সময়ে বছরে তিনি ৫ টি মুভিও করেছেন৷

১৮ বছর বয়সে অভিনেত্রী রানি মুখোপ্যাঘায় পা দেয় ফিল্মী দুনিয়ায়৷ একটি সাক্ষাৎকারে তিনি জানান, সেই সময় নাকি তার একদমই ইচ্ছে ছিল না তিনি অভিনেত্রী হওয়ার৷ কিন্তু বাবা রাম মুখোপাধ্যায়ের একপ্রকার ইচ্ছেতেই তিনি চলে আসেন বিনোদন জগতে৷ প্রথম সিনেমা ‘বিয়ের ফুল’ হলেও বলিউডে তার ডেবিউ হয় রাজা কি আয়েগি বারাত ছবি দিয়ে৷

যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথমাবস্থায় জমি পেতে গেলে ছবি নিয়ে অত বাচবিচার করতে নেই, সেখানে তার ডেবিউ ফিল্ম ‘রাজা কি আয়েগি বারাত’৷যেখানে তিনি একজন রেপ ভিক্টিমের চরিত্রে অভিনয় করেন৷

প্রথম ছবিতেই জয় করে নেন দর্শকদের মন৷ যদিও প্রথম ছবি হিট মানেই যে তিনি বলিউডে আধিপত্য বিচার করলেন তা নয়৷ এই রানিকে পেরোতে হয়েছে বহু সংঘর্ষ৷ ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হ্যালো ব্রাদার’, ‘চলতে চলতে’, ‘ব্ল্যাক’, ‘সাথিয়া’, ‘পহেলি’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘মর্দানি’র মতো হিট ছবির পাশাপাশি ‘দিল বোলে হাডিপ্পা’, ‘থোডা পেয়ার থোডা ম্যাজিক’, ‘আইয়া’র মতো ফ্লপ সিনেমার সংখ্যা নেহাতই কম নয় তা তো সকলেই জানেন৷ফলে জীবনে বহু উত্থান পতনের সাক্ষী রয়েছেন রানি মুখ্যোপাধ্যায়৷

বর্তমানে রানি বলিউডের রানি হলেও সংঘর্ষ কিন্তু এখনও জারি রয়েছে৷ সম্প্রতি মুক্তি পেতে চলেছে তার কামব্যকা ফিল্ম ‘হিচকি’৷ হিচকির আগে তার শেষ ছবি ‘মর্দানী’৷ সেই ছবিতে তার দুর্দান্ত অভিনয় মন জয় করেছিল সকলের৷ ওই বয়সেও তার মারকাটারি অ্যাকশন ইর্ষার কারন হয়েছিল নিউ জেনারেশনের অভিনেত্রীদের৷

যদিও তাতে বিশেষ কিছু এসে যায় না এই সুন্দরীর৷ স্বামী, সংসার নিয়ে ভরা সংসারে বেশ খুশীই ছিলেন তিনি৷ তবুও তার মধ্যে ছিল খিদে৷ ফলে মাত্র চারবছর বিরতি আবার ফিরলেন চেনা রাস্তায়৷ মঙ্গলবার রানি পড়লেন ৪০-এ৷ কলকাতা ২৪ী৭ এর পক্ষ থেকে রানি মুখোপাধ্যায়ের জন্য রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং তার ক্যামব্যাক ফিল্মের জন্য রইল শুভ কামনা৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST