খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: একাদশ আইপিএলে নতুন হেয়ার স্টাইলে দেখা যাবে ‘ক্যাপ্টেন হট’-কে৷আফ্রিকান সাফারিতে ইতিহাস গড়ে দেশে ফিরেছেন ক্যাপ্টেন কোহলি৷নিদাহাস ট্রফিতে তাঁকে বিশ্রামে রেখেছিল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর৷
বিশ্রামে থাকাকালীন স্ত্রী অনুষ্কার সঙ্গে খুনশুটির নানা মুহূর্ত টুইটারে পোস্ট করেছেন ভারত অধিনায়ক৷ কখনও কফিকাপ হাতে অবসর উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে৷এবার টুইটারেই নিজের নতুন হেয়ার স্টাইলের ছবি আপলোড করলেন বিরাট৷
অসাধারণ ক্রিকেট ছাড়াও নিজের আকর্ষনীয় ব্যাক্তিত্বের জন্য সবসময়ই ফ্যানদের কৌতুহলের চূড়োয় থাকেন বিরাট৷তাঁর ট্রিম করা দাড়ি অলরেডি নেটিজেনের কাছে ‘বিরাট কাট’ নামে জনপ্রিয় হয়েছে৷সুপুরুষ বিরাটে মজে রয়েছেন আসমুদ্রহিমাচলের ললনারা৷তাঁর লুকে ঘায়েল হয়েছেন টেমস পারের সুন্দরীরাও৷
মঙ্গলবার টুইটারে নিজের নতুন হেয়ার স্টাইলের একটি ছবি পোস্ট করে বিরাট লেখেন, ‘গ্রেট হেয়ার কাট স্টাইল মাস্টার আলিম হাকিমের সৌজন্যে’৷ ছবিটিতে বিরাটের হেয়ার স্টাইলিশ আলিম হাকিমও রয়েছেন৷টুইটিতেও হাকিমকে ট্যাগ করেছেন বিরাট৷
সম্প্রতি বিরাটকে ছাড়াই শ্রীলঙ্কার মাটি থেকে ত্রিদেশীয় নিদাহাস ট্রফি জিতে ফিরেছে ‘মেন ইন ব্লু’৷‘হিট ম্যান’ রোহিত শর্মার অধিনায়কত্বে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছে ‘ব্লু ব্রিগেড‘৷
আফ্রিকান সাফারির পর ব্যাট হাতে বিরাটকে মিস করছেন আপামর ক্রিকেটপ্রেমী৷ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৭ কোটিতে নিজেদের শিবিরে ধরে রেখেছে বিরাটকে৷নতুন হেয়ারস্টাইলে আরসিবির জার্সিতে বাইশ গজে বিরাটকে দেখার জন্য মুখিয়ে রয়েছে সমর্থকরা৷৮ই এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ২০১৮ আইপিএলের প্রথম ম্যাচ খেলবে বিরাটের আরসিবি৷
খবর২৪ঘণ্টা.কম/রখ