সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের দুই পা জোড়া লাগানো এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। সোমবার দুপুরে ইউনুস আলীর স্ত্রী লাভলী খাতুন এ শিশুর জন্ম দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি যমজ শিশুর জন্ম হয়। এর মধ্যে একটি শিশুর মাথা ও মুখমণ্ডল স্বাভাবিক থাকলেও নাভীর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত জোড়া লাগানো। যমজ শিশু দুটির শারীরিক গঠন দেখে ছেলেসন্তান বলে ধারণা করেছেন চিকিৎসকরা।
এমন অদ্ভুত শিশুর জন্ম নেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শিশুটিকে একনজর দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে শত শত মানুষ ভিড় জমায়।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, যমজ সন্তানদের একজন সুস্থ ও স্বাভাবিক থাকলেও পা জোড়া লাগানো শিশুটি জন্মের কিছুক্ষণ পর মারা যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ