বাগাতিপাড়া প্রতিনিধি : স্বল্পোন্নত (এলডিসি) দেশের অবস্থান থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন-২০১৮ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং করেছে বাগাতিপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিস। মঙ্গলবার সকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডঃ আমিনুল ইসলামের সভাপতিতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খাদেমুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, নাটোর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আশরাফুল আলম খান ডাবলু, সমাজসেবা অফিসার রেজাউল করিম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন প্রমূখ।
মঙ্গলবার (২০ মার্চ) থেকে শনিবার (২৫ মার্চ ) পর্যন্ত অনুষ্ঠিতব্য পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে উপজেরার সকল ইউনিয়নে দীর্ঘ মেয়াদী পদ্ধতির ক্যাম্প এছাড়া প্রতিদিনই গর্ভকালীন ,প্রসব সেবা, প্রসবোত্তর সেবা,শিশু স্বাস্থ্য ও কিশর কিশরীসেবা প্রদান করা হবে বলে জানা যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ