নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোব সমাবেশ করেছে বিএনপির। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসিকের সাবেক মেয়র ও এমপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুররহমান মিনু।আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি ও রাসিক মেয়রে মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগ খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। এ রায় জনগন মানেনা। দ্রুত খালেদা জিয়া ও তারেক রহমান সহ বন্দী নেতাদের মুক্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে