নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে এসআই নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ৫ ভূয়া পরীক্ষার্থী ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার দুপুর পৌনে ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেলেনাবাদ ও লক্ষীপুর বালিকা বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককতৃরা হলো, পাবনা জেলার ফরিদপুর থানার জাহিদুল ইসলাম, নগরীর বোয়ালিয়া থানার জামিলুর রহমান, ঠাকুরগাঁও জেলার আবুল বাশার, মাদারিপুর জেলা বাসিন্দা আতাউর রহমান ও নাটোরের বাঘাতিপাড়া উপজেলার আরিফুল ইসলাম।
জানা গেছে, সোমবার দুপুর থেকে নগরীর কয়েকটি কেন্দ্রে পুলিশের এসআই নিয়োগ পরীক্ষা চলছিল। এ সময় টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে জাহিদুলকে হেলেনাবাদ বালিকা বিদ্যালয় থেকে করে পুলিশ। এদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার সময় লক্ষীপুর বিদ্যালয় কেন্দ্র থেকে জামিলুর, আবুল ও আতাউর আটক হয়। আরিফুল পরীক্ষায় অসাদ উপায় অবলম্বন করার
দায়ে আটক হয়। পরে তাদের জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মির্জা আব্দুস সালাম বলেন, ১ জন পরীক্ষার্থীসহ ৫ ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে