খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-মোহাম্মদপুর মোঃ খায়রুল আমিনকে সহকারী পুলিশ কমিশনার পরিবহন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-মতিঝিল মোঃ মোজাহারুল ইসলাম পিপিএমকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-খিলগাঁও, সহকারী পুলিশ কমিশনার ওয়ার্কশপ মোঃ ইলিয়াছ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-মতিঝিল, সহকারী পুলিশ কমিশনার মোঃ হামিদুল হক বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার,
সহকারী পুলিশ কমিশনার দিলীপ কুমার পালকে সহকারী পুলিশ কমিশনার লজিস্টিকস, সহকারী পুলিশ কমিশনার মোঃ ছারোয়ার হোসেনকে সহকারী পুলিশ কমিশনার ওয়ার্কশপ, সহকারী পুলিশ কমিশনার মোঃ আমজাদ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-গুলশান ও সহকারী পুলিশ কমিশনার মোঃ ছানোয়ার হোসেন পিপিএমকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-লালবাগ হিসেবে বদলি করা হয়েছে।
১৮ মার্চ, ২০১৮ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।