1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বান্দরবানে জেতবন বৌদ্ধ বিহার অধ্যক্ষের ৬তম সংঘরাজ অভিষেক অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

বান্দরবানে জেতবন বৌদ্ধ বিহার অধ্যক্ষের ৬তম সংঘরাজ অভিষেক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলায়, রোয়াংছড়ি উপজেলা জেতবন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে, বিহার অধ্যক্ষ উ: বিচারিন্দ মহাথের সংঘ নিকায় ৬ষ্ঠতম সংঘরাজ অভিষিক্ত হন। বৌদ্ধধর্মের অনুসারে সংঘের মহাথেরো বয়স যার বেশি হবে,সেই সংঘ নিকায় অর্থাৎ মহাসংঘ নায়ক ভ’ষিত হবে।

আজ সোমবার ১৯ মার্চ সকাল ৯ঘটিকার সময় রোয়াংছড়ি উপজেলা জেতবন বিহার অধ্যক্ষকে ৬ষ্ঠতম নিকায় অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত সংঘের মহাথেরগণ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান, গন্য মান্য বক্তি বর্গ, দায়ক দায়িকা বৃন্দ উপস্থিত থেকে ৬ষ্ঠতম মহা সংঘনায়ক অভিষেক সম্পন্ন করেন।

৬ষ্টতম মহাসংঘ নিকায় উ: বিচারিন্দ মহাথের দায়ক,দায়িকা উদ্দেশ্যে বলেন, ধর্মীয় শাসনে মধ্যে থাকতে হবে, সৎ এবং সঠিক পথ বেছে নিতে হবে। ন্যায় নীতি আর্দশ জীবনে সবচেয়ে বড় পাওয়া। সামনে দিকে এগিয়ে যেতে হলে ধর্মীয়ে চেতনা নিয়ে সজাগ থাকতে হবে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, ৬ষ্ঠতম উ: বিচারিন্দা মহাসংঘনায়ক কে পেয়ে আমরা খুবই আনন্দিত। সংঘ এবং সংঘনায়ক উপদেশ আমাদের কাম্য। ধর্মকে বাচাতে হলে বৌদ্ধ সংঘের দরকার, সমাজকে বাচাতে হলেও বৌদ্ধ সংঘের দরকার। সঠিক দেশনার মধ্যে দিয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনুক।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team