খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক:ময়মনসিংহের ত্রিশালের বাগান এলাকায় পিকআপ চাপায় আবুল হাশিম (৭০) নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হন। দুপুরে উপজেলার বইলর এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোম্মদ আলী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট থেকে ত্রিশালগামী একটি ভ্যানকে পিছন একটি পিকআপ ধাক্কা দেয়। এতে দুই ভ্যান যাত্রী ও চালক গুরুতর আহত হন। আহত তিনজনের মধ্যে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাশিম নিহত হন। ত্রিশালের চাওলাদি এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ