পাবনা ব্যুরো: চাকুরী ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারের দাবীতে অনুষ্ঠিত আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এবং সংশ্লিষ্ট বিষয়ে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানিক হোসেন রিপন, মোকলেসুর রহমান, আল আমিন, নুর নবী, কামাল হোসেন, সজীব হোসেন সহ অনেকে।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসতে হবে, কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, চাকুরীর নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, চাকুরির নিয়োগ পরীক্ষায় সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা করে কোটায় যোগ্যপ্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ করতে হবে। বক্তারা ঢাকায় কোটাপ্রথা সংস্কারের দাবীতে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ এবং পরে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন করে।
খবর২৪ঘণ্টা.কম/রখ