বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরের বীরগ্রাম বাসষ্ট্যান্ড এলাকার পশ্চিম পার্শ্বে একটি মুরগি খামারের কাছ থেকে ফরহাদ (২৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শাজাহানপুর উপজেলার দক্ষিণ বীরগ্রামের আবু মোল্লার ছেলে।
রবিবার সকালে স্থানীয় লোকজন মারফত খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, স্থানীয় লোক মারফত খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখন জানা যায়নি। ওই যুবক আগে মুরগি খামারের কর্মচারী ছিলো। এখন কৃষি কাজ করে বলে স্থানীয়রা জানিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ