1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় ইয়াবাসহ ভূমিমন্ত্রীর ঘনিষ্ট সহচর কৃষকলীগ নেতা গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

পাবনায় ইয়াবাসহ ভূমিমন্ত্রীর ঘনিষ্ট সহচর কৃষকলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

শাহীন রহমান, পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদীতে ২শ’ পিস ইয়াবাসহ ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি’র ঘনিষ্ট সহচর ও মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার মালিথা (৪০) কে তার সহযোগিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সাহাপুর নতুনহাট গোলচত্বর এলাকায় ইয়াবা বিক্রির সময় বক্কার মালিথাসহ দু’জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আবু বক্কার মালিথা মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের মৃত নবির উদ্দিন মালিথার ছেলে এবং তার সহযোগি মাদক ব্যবসায়ী দুলাল শেখ নাটোরের বড়াইগ্রামের আব্দুল কাদের শেখের ছেলে।


ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, সাহাপুর নতুন হাট গোলচত্বর এলাকায় ইয়াবার একটি বড় চালান হাত বদল হবে এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় ক্ষমতাসীন দলের নেতা এবং ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত থাকায় পুলিশ বক্কার মালিথাকে গ্রেফতার করতে গেলে তিনি পুলিশকে দেখে নেওয়ারও হুমকি দেয়। এ সময় পুলিশ তাকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। সোমবার সন্ধ্যায় তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ভূমিমন্ত্রীর লোকজন ও মূলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা থানায় তদবির করতে গেলেও পুলিশ বক্কার মালিথাকে গ্রেফতার দেখিয়ে মামলা রুজু করে। মুলাডুলি ইউনয়নের চেয়ারম্যান সেলিম মালিথা এ বিষয়ে বলেন, মাদক সংক্রান্ত কোন ব্যাপারে আমি থানায় তদবির করিনা। মাদক ব্যবসায়ী যেই হোক তার শাস্তি হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।
এলাকাবাসী জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আবু বক্কার মালিথা পতিরাজপুর গ্রামের সরদার পাড়াসহ বেশ কয়েকটি মাদকের স্পট পরিচালনা করলেও তিনি ভূমিমন্ত্রীর ঘনিষ্ট সহচর ও মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতোনা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, বক্কার মালিথার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে, তাকে মঙ্গলবার সকালে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

খবর ২৪ ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST