খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: চার শিশু সহ একুশ আরোহী নিয়ে গ্রিসের এজিয়ান সাগরে ডুবে গেছে একটি নৌকা। এতে নৌকায় থাকা চৌদ্দ শরণার্থীর মৃত্যু হয়েছে। শনিবার এই খবর জানায় গ্রিসের পুলিশ।
ইরানের বার্তা সংস্থা প্রেস টিভি জানায়, নৌকাটি শরণার্থীদের নিয়ে তুরস্ক থেকে গ্রিসে যাচ্ছিল। এসময় আগাথোনিসি দ্বীপে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় সেটি।
গ্রিসের বন্দর কর্তৃপক্ষ জানায়, নৌকাডুবিতে বেঁচে যাওয়া তিন আরোহী বিপদ সঙ্কেত বাজায়। এরপর উদ্ধারকাজে নামে সংশ্লিষ্টরা। ইতোমধ্যে একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি সামরিক হেলিকপ্টার এবং তিনটি মাছ ধরার নৌকা উদ্ধারকাজে অংশ নিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ